বিস্তারিত - বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Wellcome to National Portal

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার


Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০২৩

মোঃ আলী আকবর খান

মোঃ আলী আকবর খান

চেয়ারম্যান

 

শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ আলী আকবর খান, বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারের একজন সিনিয়র সদস্য, তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে ১৮ অক্টোবর ২০২১ তারিখ যোগদান করেন। জনাব মোঃ আলী আকবর খান ০১ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যক্ষ পদে যোগদান করেন। ইত: পূর্বে তিনি ঠাকুরগাঁও পলিটেকনিকে ০২ জানুয়ারি ২০১৭ থেকে ৩১ জুলাই ২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। তিনি ২৮ ডিসেম্বর ২০১৭ -এ কারিগরি শিক্ষা অধিদপ্তরে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ২১/০৭/২০১৩ খ্রিঃ তারিখ হতে ২৭/১২/২০১৭ খ্রিঃ তারিখ পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এ উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। উক্ত সময়ে তিনি রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে প্রায় দুই বছর ছয় মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটে উপাধ্যক্ষ, রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) পদে কর্মরত ছিলেন। তিনি ০৬/১০/২০০৪ খ্রিঃ তারিখে সরকারী চাকরিতে বিসিএস (কারিগরিশিক্ষা) ক্যাডারে চীফইন্সট্রাক্টর (নন-টেক) পদে সরাসরি নিয়োগ প্রাপ্ত হয়ে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে প্রথম যোগদান করেন। তিনি সরকারি চাকরিতে যোগদানের পূর্বে ১৯৯৪ খ্রিঃ হতে ২০০৪ খ্রিঃ পর্যন্ত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এ প্রভাষক (গণিত) পদে কর্মরত ছিলেন।

 

শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয় ২০১৪ খ্রিঃ পবিত্র হজ্জব্রত পালন করেছেন। ২০১৫ খ্রিঃ সালে নানিয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনাল, সিঙ্গাপুরে Mid-Level-Manager বিষয়ক কোর্সে ২০২২ খ্রিঃ সালের ২৩/০৭/২২ হতে ১৩/০৮/২২ পর্যন্ত Competency Based Training Design and Assessment কোর্সে Griffith University, Australia - তে সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন। এবং তিনি ২০২৩ খ্রিঃ সালের ১৭/০৯/২৩ হতে ২৯/০৯/২৩ পর্যন্ত Technology and knowledge Exchange visit in South Korea অংশগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফলিত গণিত বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি দাবা, টেবিলটেনিস, ব্যাডমিন্টন, কেরামবোর্ড ইত্যাদি খেলায় পারদর্শী।